Posts

Trouble with Tense

  Tense-Trouble ১। বর্তমান কালে অনির্দিষ্টভাবে যেসব কাজ সাধারণত হয় বা হয়ে থাকে; অভ্যাসগতভাবে হয়, প্রাকৃতিক নিয়ম অনুসারে হয় অথবা চিরন্তন সত্য হিসেবে হয়, সেসব কাজকে Present Indefinite Tense এ প্রকাশ করতে হয়। বলার সময় এসব কাজ ঘটে না, অর্থাৎসময়ের সাথে এসব কাজ সম্পৃক্ত নয়। যেমন- Choose the right verb: Rabindranath’s stories often ………….. surprise endings. a. had               b. have c. has               d. have had ২। বর্তমানে কোন কাজ চলছে, এরূপ বোঝাতে Present Continuous Tense দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত বলার সময় কাজটি ঘটতে থাকে। যেমন- The baby ………… because it is hungry now. a. is crying       b. cries             c. is      d. are Don’t make a noise while your father …….. a. is being asleep        b. ...

শিশির কুয়াশা মেঘ ও বৃষ্টি

Image
  শিশির কুয়াশা মেঘ ও বৃষ্টি প্রমথনাথ সেনগুপ্ত   সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর—এ সব থেকে জল সব সময় বাষ্প হয়ে হাওয়ায় মিশে যাচ্ছে। হাওয়ার ভিতরে যে জলের বাষ্প রয়েছে তা সহজেই দেখানো যায়। একটি কাঁচের গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে, ঐ গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জলের কণা জড়ো হয়েছে। শুকনো কাপড় দিয়ে গ্লাসটাকে মুছে দিলে সঙ্গে সঙ্গে আবার ছোট ছোট জলের কণা এসে সেখানে জমা হয়। এসব জলের কণা এলো কোথা থেকে? ভিতরে বরফ থাকায় গ্লাসটা ধীরে ধীরে ঠাণ্ডা হয়। গ্লাসের চারদিক ঘিরে তার কাছাকাছি যে হাওয়া আছে গ্লাসের গায়ে লেগে সেই হাওয়া তখন ঠাণ্ডা হতে থাকে। আস্তে আস্তে গ্লাসটা যখন একটা বিশেষ মাত্রায় ঠাণ্ডা হয় তখন তার সংস্পর্শে এসে হাওয়ার জলীয় বাষ্প আর বাষ্প-আকারে থাকতে পারে না, জমে জলের কণায় পরিণত হয়। এইজন্যই আইসব্যাগে বরফ পুরে দিলে তার বাইরের দিকটা ভিজে ওঠে, মনে হয় যেন ব্যাগটার গায়ে ফুটো আছে, ভিতরের বরফ-জল ঐ ফুটো দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ব্যাগে বরফ বা খুব ঠাণ্ডা জল না থাকলে তার বাইরে কিন্তু কোনো জল জমতে দেখা যায় না। এর থেকেই বোঝা গেল, হাওয়ায় জলের বাষ্প মি...

সোনাতলা পিটিআই ডিপিএড ব্যাচ ২০২২-২৩ এর সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদনা

Image
পরিচিতি মান: ০১   পরিচিতি মান: ০২   পরিচিতি মান: ০৩   পরিচিতি মান: ০৪   পরিচিতি মান: ০৫   পরিচিতি মান: ০৬   পরিচিতি মান: ০৭   পরিচিতি মান: ০৮   পরিচিতি মান: ০৯   পরিচিতি মান: ১০   পরিচিতি মান: ১১   পরিচিতি মান: ১২ মো: আব্দুল আলীম ধাঁধা: পাঁচ বর্ণের নাম যার পিটিআইতে তার অবস্থান, শেষের তিন বর্ণ বাদ দিলে অন্য জগতে হয় তার বাসস্থান।   মো: আব্দুল আলীম লোচনাপাড়া সরকারি প্রা: বি: শাহজাদপুর, সিরাজগঞ্জ।   পরিচিতি মান: ১৩   পরিচিতি মান: ১৪   নুসরাত জাহান পিংকি পরিচিতি মান: ১৫ প্রত্যাশিত ভালোবাসা ভালোবাসা হোক অক্সিজেনের মতন.. যা ছাড়া অস্তিত্ব অসম্ভব। ভালোবাসা হোক অভিকর্ষের মতন.. অদৃশ্য থাকবে আবার অস্বীকার অসাধ্য। ভালোবাসা হোক মারিয়ানা ট্রেঞ্জের মতন.. যার গভীরতা পরিমাপ কষ্টসাধ্য।   ভালোবাসা হোক বাতাসের মতন সদা ডুবে থাকা অথচ বোঝা যাবে না। ভালোবাসা হোক হিমালয়ের মতন.. যার শীতলতায় প্রশান্ত হবে মন। ভালোবাসা হোক ট্রেনের হুইসেলের মতন... দূরে গেলেও রেশ কাটবে না।   ভালোবাসা হোক পুষ্পের মতন , সর্বদা সুবাস সৌন্...