Posts

Showing posts with the label ডিপিএড সাহিত্য চর্চা

শ্রেষ্ঠ শিক্ষকের বৈশিষ্ট্য:

Image
  ”একজন সাধারণ শিক্ষক পড়ান, একজন ভালো শিক্ষক ব্যাখ্যা দেন, একজন শ্রেষ্ঠ শিক্ষক শিশুদের অনুপ্রাণিত করেন।” - শিক্ষাবিদ ক্যারোলাইন কেনেডি *** সাধারণ শিক্ষক= পড়ানো, ভালো শিক্ষক= পড়ানো + ব্যাখ্যা করা, শ্রেষ্ঠ শিক্ষক= বিষয়বস্তু নিজের মধ্যে ধারণ করা (যা দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়)। *** অনেক শিক্ষক মনে করে থাকেন, ‘আমি নিজে না পড়ালে কী হইছে? আমি তো অনুপ্রেরণা দেই। সুতুরাং আমি শ্রেষ্ঠ শিক্ষক।’ ব্যাপারটা হাস্যকর। অনুপ্রেরণা তো অনেক উন্নত শিক্ষাদান পদ্ধতি। যেখানে আগে শিক্ষককে সেই যোগ্যতা অর্জন করে দেখাতে হয়। সেটা দেখে তবেই তো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। সে যদি না পড়ান, না ব্যাখ্যা দেন বা   কাজে ফাঁকি দেন তাহলে সে কিভাবে ভালো কাজের অনুপ্রেরণা দিতে পরে? বরং তাকে দেখে তো শিক্ষার্থীরা ফাঁকি দেয়ায় অনুপ্রাণিত হতে পারে। সুতুরাং নিজে ভালো মানুষ না হয়ে অন্যকে অনুপ্রাণিত করা যায় না, নিজে কাজে ফাঁকি দিয়ে অন্যকে অনুপ্রাণিত করা যায় না, না পড়িয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া যায় না, না ব্যাখ্যা দিয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া যায় না। ****** ”একজন সাধারণ শিক্ষক পড়ান, একজন ভালো...

সোনাতলা পিটিআই ডিপিএড ব্যাচ ২০২২-২৩ এর সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদনা

Image
পরিচিতি মান: ০১   পরিচিতি মান: ০২   পরিচিতি মান: ০৩   পরিচিতি মান: ০৪   পরিচিতি মান: ০৫   পরিচিতি মান: ০৬   পরিচিতি মান: ০৭   পরিচিতি মান: ০৮   পরিচিতি মান: ০৯   পরিচিতি মান: ১০   পরিচিতি মান: ১১   পরিচিতি মান: ১২ মো: আব্দুল আলীম ধাঁধা: পাঁচ বর্ণের নাম যার পিটিআইতে তার অবস্থান, শেষের তিন বর্ণ বাদ দিলে অন্য জগতে হয় তার বাসস্থান।   মো: আব্দুল আলীম লোচনাপাড়া সরকারি প্রা: বি: শাহজাদপুর, সিরাজগঞ্জ।   পরিচিতি মান: ১৩   পরিচিতি মান: ১৪   নুসরাত জাহান পিংকি পরিচিতি মান: ১৫ প্রত্যাশিত ভালোবাসা ভালোবাসা হোক অক্সিজেনের মতন.. যা ছাড়া অস্তিত্ব অসম্ভব। ভালোবাসা হোক অভিকর্ষের মতন.. অদৃশ্য থাকবে আবার অস্বীকার অসাধ্য। ভালোবাসা হোক মারিয়ানা ট্রেঞ্জের মতন.. যার গভীরতা পরিমাপ কষ্টসাধ্য।   ভালোবাসা হোক বাতাসের মতন সদা ডুবে থাকা অথচ বোঝা যাবে না। ভালোবাসা হোক হিমালয়ের মতন.. যার শীতলতায় প্রশান্ত হবে মন। ভালোবাসা হোক ট্রেনের হুইসেলের মতন... দূরে গেলেও রেশ কাটবে না।   ভালোবাসা হোক পুষ্পের মতন , সর্বদা সুবাস সৌন্...