Posts

শ্রেষ্ঠ শিক্ষকের বৈশিষ্ট্য:

Image
  ”একজন সাধারণ শিক্ষক পড়ান, একজন ভালো শিক্ষক ব্যাখ্যা দেন, একজন শ্রেষ্ঠ শিক্ষক শিশুদের অনুপ্রাণিত করেন।” - শিক্ষাবিদ ক্যারোলাইন কেনেডি *** সাধারণ শিক্ষক= পড়ানো, ভালো শিক্ষক= পড়ানো + ব্যাখ্যা করা, শ্রেষ্ঠ শিক্ষক= বিষয়বস্তু নিজের মধ্যে ধারণ করা (যা দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়)। *** অনেক শিক্ষক মনে করে থাকেন, ‘আমি নিজে না পড়ালে কী হইছে? আমি তো অনুপ্রেরণা দেই। সুতুরাং আমি শ্রেষ্ঠ শিক্ষক।’ ব্যাপারটা হাস্যকর। অনুপ্রেরণা তো অনেক উন্নত শিক্ষাদান পদ্ধতি। যেখানে আগে শিক্ষককে সেই যোগ্যতা অর্জন করে দেখাতে হয়। সেটা দেখে তবেই তো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। সে যদি না পড়ান, না ব্যাখ্যা দেন বা   কাজে ফাঁকি দেন তাহলে সে কিভাবে ভালো কাজের অনুপ্রেরণা দিতে পরে? বরং তাকে দেখে তো শিক্ষার্থীরা ফাঁকি দেয়ায় অনুপ্রাণিত হতে পারে। সুতুরাং নিজে ভালো মানুষ না হয়ে অন্যকে অনুপ্রাণিত করা যায় না, নিজে কাজে ফাঁকি দিয়ে অন্যকে অনুপ্রাণিত করা যায় না, না পড়িয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া যায় না, না ব্যাখ্যা দিয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া যায় না। ****** ”একজন সাধারণ শিক্ষক পড়ান, একজন ভালো...

এ্যাসাইনমেন্ট- গণিত- কম্পিউটারের অভ্যন্তরীন ও বাহ্যিক গঠণ বিশ্লেষণ ফ্রি ডাউনলোড (PDF)

   কম্পিউটারের অভ্যন্তরীন ও বাহ্যিক গঠণ বিশ্লেষণ ফ্রি ডাউনলোড (PDF)  

কেস স্টাডি- প্রাক প্রাথমিক শ্রেণির একজন শিক্ষার্থীর শ্রেণিতে কান্নাকাটি করার কারণ অনুসন্ধান ও প্রতিকারের উপায় নিরূপন।

Image
   কেস স্টাডি-  প্রাক প্রাথমিক শ্রেণির একজন শিক্ষার্থীর শ্রেণিতে কান্নাকাটি করার কারণ অনুসন্ধান ও প্রতিকারের উপায় নিরূপন। (PDF) ফ্রি ডাউনলোড

Subject-Verb Agreement

  Subject-Verb Agreement   ১. ‍Subject যদি Singular হয় তাহলে Verb টিও Singular হয়। আর যদি ‍Subjectটি Plural হয় তাহলে Verb টিও Plural হয়। যেমন- Ø   Choose the correct sentence. a. Brazil have won the world cup four times. b. Brazil has won the world cup four times. c. Brazil has won world cup four times. d. Brazil have won world cup four times. ২. And দ্বারা দুটি singular বা plural subject যুক্ত হলে Verb টি plural হয়। যেমন- Ø   Jamal and I …………… to school. a. walking             b. walks c. walk                   d. are walk ৩. And দ্বারা যুক্ত একাধিক Noun/ Subject দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তু বা ভাবকে নির্দেশ করে তাহলে Verb টি Singular হবে। যেমন- Ø   The headmaster and secretary of the school was present in the meeting. (এক ব্যক্তি) Ø   The headmaster and the secretary of the school wer...

Right Form of verb

Image
  Right Form of verb: Verb-এর ৬ টি দৃশ্যমান রূপ আছে : ১। V1 ২। V2 ৩। V3 ৪। Gerund ৫। Infinitive ৬। s, es, ies যুক্ত :   Be Verb ৪/৫ ধরণের হয়ে থাকে: ১। To Be Verb: Am, is, are, was, were, be, been, being, shall be, will be, have been, has been, shall have been, will have been. ২। To have Verb: Have, has, had, shall have, will have, having ৩। To Do Verb: Do, does, did. ৪। Modal: Shall, should, will, would, can, could, may, midht, must. ৫। Semi Modal: Need, dare, used to, were to, have to, has to, had to etc.   Rules: ১। Modal এবং semi Modal এর তিনটি নিয়ম: i) Modal + V1 (base) ii) Modal + be+ V3 iii) Modal + have + V3 Viz: Q: You might have (hear) the name of Kader Siddiki. A: You might have heard the name of Kader Siddiki. Q: It can be (solve) within seconds. A: It can be solved within seconds. Q: They must (following) the rules of behavior. A: They must follow the rules to behave.   ২। To do Verb + V1:...