Posts

Showing posts from April, 2022

সোনাতলা পিটিআই ডিপিএড ব্যাচ ২০২২-২৩ এর সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদনা

Image
পরিচিতি মান: ০১   পরিচিতি মান: ০২   পরিচিতি মান: ০৩   পরিচিতি মান: ০৪   পরিচিতি মান: ০৫   পরিচিতি মান: ০৬   পরিচিতি মান: ০৭   পরিচিতি মান: ০৮   পরিচিতি মান: ০৯   পরিচিতি মান: ১০   পরিচিতি মান: ১১   পরিচিতি মান: ১২ মো: আব্দুল আলীম ধাঁধা: পাঁচ বর্ণের নাম যার পিটিআইতে তার অবস্থান, শেষের তিন বর্ণ বাদ দিলে অন্য জগতে হয় তার বাসস্থান।   মো: আব্দুল আলীম লোচনাপাড়া সরকারি প্রা: বি: শাহজাদপুর, সিরাজগঞ্জ।   পরিচিতি মান: ১৩   পরিচিতি মান: ১৪   নুসরাত জাহান পিংকি পরিচিতি মান: ১৫ প্রত্যাশিত ভালোবাসা ভালোবাসা হোক অক্সিজেনের মতন.. যা ছাড়া অস্তিত্ব অসম্ভব। ভালোবাসা হোক অভিকর্ষের মতন.. অদৃশ্য থাকবে আবার অস্বীকার অসাধ্য। ভালোবাসা হোক মারিয়ানা ট্রেঞ্জের মতন.. যার গভীরতা পরিমাপ কষ্টসাধ্য।   ভালোবাসা হোক বাতাসের মতন সদা ডুবে থাকা অথচ বোঝা যাবে না। ভালোবাসা হোক হিমালয়ের মতন.. যার শীতলতায় প্রশান্ত হবে মন। ভালোবাসা হোক ট্রেনের হুইসেলের মতন... দূরে গেলেও রেশ কাটবে না।   ভালোবাসা হোক পুষ্পের মতন , সর্বদা সুবাস সৌন্...